Heatwave | ভরা বসন্তেই তাপপ্রবাহের সতর্কতা! ৪৮ ঘণ্টা শুষ্ক-উষ্ণ আবহাওয়া মহানগরীতে!

Tuesday, February 25 2025, 11:27 am
highlightKey Highlights

মুম্বইতে তাপপ্রবাহের সতর্কতা জারি করলো IMD। মঙ্গলবার ও বুধবার মুম্বই ও সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।


ভরা বসন্তেই তাপপ্রবাহের সতর্কতা! জানুয়ারি মাসেই IMD জানিয়েছিল, চলতি বছর ফেব্রুয়ারি মাসের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। আর বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হবে। যার ফলে বাড়বে উষ্ণতা, শুষ্কতা। এরই মধ্যে মুম্বইতে তাপপ্রবাহের সতর্কতা জারি করলো IMD। মঙ্গলবার ও বুধবার মুম্বই ও সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। জানা যাচ্ছে, মুম্বই শহরে এই দুই দিন, ৩৭ ও ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। IMDর পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় গরমের সঙ্গে সঙ্গে মায়ানগরীতে আর্দ্রতার দাপটও থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File