"হিট ডোম"-এ ৫ দিনে মৃত্যু ৪৮৬ জনের!

Friday, July 2 2021, 8:16 am
highlightKey Highlights

পৃথিবীর যে দু'টি দেশে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে, বর্তমানে সেখানেই অস্বাভাবিক গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। উত্তর আমেরিকা ও কানাডার কিছু অংশে ৫ দিনে মৃত্যু ৪৮৬ জনের। এই জায়গাগুলিতে জুন মাসে গড়ে ১২-১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, সেখানে বর্তমান তাপমাত্রা ৪৯ ডিগ্রি। এবিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওশেনোগ্রাফিক স্টাডিজের ডিরেক্টর অধ্যাপক তুহিন ঘোষ জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরের জেট স্ট্রিমের কারণে গরম জল উত্তর দিকে ও ঠান্ডা জল দক্ষিণে যায়। দু'ধরনের জলের মিশ্রণে মহাসাগরের উপর একটি উচ্চচাপ আর একটি নিম্নচাপ তৈরী হয়েছে, এর ফলেই সৃষ্টি হয়েছে "হিট ডোম"-এর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File