R G Kar Case | আরজিকর মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই! নির্যাতিতার মা-বাবার আবেদনে মান্যতা সুপ্রিম কোর্টের!

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের তদন্তে অসন্তোষ জানিয়ে নতুন করে পিটিশন ফাইল করেছিলেন আরজিকর কাণ্ডের নির্যাতিতার মা বাবা|
কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের তদন্তে অসন্তোষ জানিয়ে নতুন করে পিটিশন ফাইল করেছিলেন আরজিকর কাণ্ডের নির্যাতিতার মা বাবা, এবার সেই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই। সোমবার এই আবেদনে মান্যতা দিলো শীর্ষ আদালত। আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে নতুন করে যাতে তদন্ত শুরু করা যায়, সেই নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেন নির্যাতিতার মা বাবা। কিন্তু প্রধান বিচারপতি মান্যতা দেননি। কিন্তু পরে আইনজীবী করুণা নন্দী নতুন করে পিটিশন দাখিল করে কলকাতা হাইকোর্টে শুনানি হওয়ার আবেদন জানান।