Health Checkup | আগস্ট মাসের ১৫ দিন ধরে রাজ্যজুড়ে ষাঠোর্ধ্বদের 'হেলথ চেক আপে'র পরিকল্পনা
আগস্ট মাসের ১৫ দিন ধরে রাজ্যজুড়ে গ্রামীণ এলাকা এবং ছোট-মাঝারি শহরের বাসিন্দা ষাঠোর্ধ্বদের হেলথ চেক আপের পরিকল্পনা নিয়েছে রাজ্য স্বাস্থ্যদফতর।
বয়স্কদের স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে বড় পদক্ষেপ নিলো পশ্চিমবঙ্গ সরকার। আগস্ট মাসের ১৫ দিন ধরে রাজ্যজুড়ে গ্রামীণ এলাকা এবং ছোট-মাঝারি শহরের বাসিন্দা ষাঠোর্ধ্বদের হেলথ চেক আপের পরিকল্পনা নিয়েছে রাজ্য স্বাস্থ্যদফতর। এক্ষেত্রে সুগার-প্রেশার থেকে হাঁটু-কোমরের ব্যথা, চোখ ও শ্রবণক্ষমতা-সহ একাধিক শারীরিক সমস্যা খতিয়ে দেখা হবে। বাংলার ৫৪০টি আয়ুষ সুস্বাস্থ্যকেন্দ্রে বা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলিতে হবে এই চেক আপ। এই শিবিরের নাম দেওয়া হয়েছে ‘জেরিয়াট্রিক হেলথ ক্যাম্প’। ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে শিবিরগুলি।
- Related topics -
- স্বাস্থ্য
- স্বাস্থ্যদপ্তর
- স্বাস্থ্যকেন্দ্র
- রাজ্য
- রাজ্য সরকার
- পশ্চিমবঙ্গ