মোদী জমানায় ভারতীয় পাসপোর্টের শক্তি কমেছে, এই মন্তব্যের বিরোধিতা করলেন অমিত শাহ

Tuesday, November 2 2021, 4:00 pm
highlightKey Highlights

দিন দিন ভারতীয় পাসপোর্টের শক্তি হ্রাস পাচ্ছে যা মনমোহন সিংহ জমানার তুলনায় অনেকটাই বেশি। যদিও বিজেপি শিবির দাবি করে, বিশ্বে ভারতীয় পাসপোর্টের গুরুত্ব ও শক্তি আগের তুলনায় বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি গোয়ায় বিজেপি-র কর্মিসভায় ভারতীয় পাসপোর্টের শক্তিবৃদ্ধির দাবি করেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত ১৪ ই অক্টোবর গোয়ায় বিজেপি-র কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন অমিত শাহ। সেই বক্তৃতায় তিনি দাবি করেন, মোদী জমানায় বিশ্বে ভারত সম্পর্কে ধারণা বদলাচ্ছে। এই নিয়ে তিনি বলেন, ‘‘ভারতীয় পাসপোর্ট দেখানোর সময় আগে এবং এখনকার মনোভাবে অনেক বদল এসেছে। ভারতীয় পাসপোর্ট দেখালেই বিদেশের কর্মীদের চোখ-মুখ উজ্জ্বল হয়ে ওঠে। প্রশ্ন করেন, আপনি কি মোদীজির দেশ থেকে এসেছেন?’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File