Fake Embassy | ভুয়ো দেশের ভুয়ো দূতাবাস! গাজিয়াবাদ থেকে গ্রেফতার ব্যক্তি!
Wednesday, July 23 2025, 12:35 pm
Key Highlightsনকল দূতাবাস খুলেই ভুয়ো চাকরির র্যাকেট চালাচ্ছিলেন হর্ষবর্ধন জৈন নামে এক ব্যক্তি।
গাজিয়াবাদে নকল দূতাবাস! বাড়ির বাইরে রয়েছে ডিপ্লোমেটিক নম্বর প্লেটের গাড়িও! তদন্তের পর ফাঁস হলো আসল সত্যি। গাজিয়াবাদে এই নকল দূতাবাসের হদিশ পান পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এরপর তদন্ত করে জানা যায়, এক মার্কিন নেভি অফিসার ওয়েস্টআর্কটিকা নামে একটি ক্ষুদ্র দেশ তৈরি করেছিলেন, কিন্তু তা কোনও স্বীকৃতি পায়নি। সেই দেশেরই দূতাবাস খুলেই ভুয়ো চাকরির র্যাকেট চালাচ্ছিলেন হর্ষবর্ধন জৈন নামে এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, অফিসের ভিতর থেকে ৪৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরপ্রদেশ
- ক্রাইম
- গাজিয়াবাদ

