WPL 2025 | ফের স্বপ্নভগ্ন দিল্লির, দ্বিতীয়বারের মতো WPL লিগের চ্যাম্পিয়ন হরমনপ্রীতের মুম্বই ইন্ডিয়ান্স

শনিবার ব্রেবোর্ন স্টেডিয়ামে রোমহর্ষক ফাইনালে দিল্লিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো WPL অর্থাৎ মহিলা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।
WPL ২০২৫ অর্থাৎ মহিলা প্রিমিয়ার লিগের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সেরার শিরোপা জিতলো হরমনপ্রীত কৌরের মুম্বাই ইন্ডিয়ান্স। শনিবার ব্রেবোর্ন স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। ব্যাট করতে নেমে মুম্বইয়ের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর একটি দুর্দান্ত অর্ধশতরান করেন। ৪৪ বলে ৬৬ রান করে দিল্লির সামনে ১৫০ রানের টার্গেট রাখেন মুম্বই অধিনায়ক। জবাবে কাপ ২৬ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেললেও দিল্লিকে থামতে হয় ১৪১ রানেই।