এবছর বলিউডে মুক্তি পাবে নারী-কেন্দ্রিক কয়েকটি ছবি, অভিনেত্রীদের জন্য বিশেষ হতে চলেছে ২০২১ সাল
Monday, March 8 2021, 11:59 am
 Key Highlights
Key Highlightsবলিউড অভিনেত্রীদের জন্য বিশেষ হতে চলেছে ২০২১ সাল। এবছর, অনেক নারী-কেন্দ্রিক ছবি মুক্তি পেতে চলেছে। আজ নারী দিবসের দিন, দেখে নেওয়া যাক সেই ছবিগুলির ঝলক। এই শ্রেণিতে সবার প্রথমে কঙ্গনা রানাউত অভিনীত ছবি 'থলাইভি' মুক্তি পাচ্ছে আগামী মাসেই। ছবিটি তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক। ছবিতে জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। এই শ্রেণিতে সবার প্রথমে কঙ্গনা রানাউত অভিনীত ছবি 'থলাইভি' মুক্তি পাচ্ছে আগামী মাসেই। ছবিটি তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক। ছবিতে জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। দ্বিতীয় নম্বরে রয়েছে পরিনীতি চোপড়া অভিনীত 'সাইনা'। এই ছবিতে ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।
-  Related topics - 
- বিনোদন
- বলিউড
- আন্তর্জাতিক মহিলা দিবস

 
 