Kasba | কসবার ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধ-বৃদ্ধা ও ছেলের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য ছড়ালো এলাকায়
Tuesday, June 17 2025, 5:22 pm
Key Highlightsএকই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কসবা এলাকায়।
ফের শহরে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ। কসবার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার একই পরিবারে তিনজনের দেহ। মৃতদের নাম সরজিৎ ভট্টাচার্য (৭০), গার্গী ভট্টাচার্য (৬৮) ও আয়ুষ্মান ভট্টাচার্য (৩৮)। কসবার ৫০ রাজডাঙা গোল্ড পার্ক, কলকাতা ১০৭এর দোতলায় থাকতো এই পরিবার। এদিন সকাল থেকে ফ্ল্যাটের দরজা না খোলায় পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। দরজা ভাঙার পর ডাইনিং হলের সিলিং ফ্যান থেকে সরজিৎ ভট্টাচার্যর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পাশের ঘরে মেলে গার্গী এবং আয়ুষ্মানের দেহ। প্রাথমিক তদন্তে অনুমান, আত্মহত্যা করেছেন তাঁরা।
- Related topics -
- শহর কলকাতা
- কসবা
- আত্মহত্যা
- রাজ্য
- মৃতদেহ
- নিখোঁজ মৃতদেহ
- মৃতদেহ উদ্ধার
- পুলিশ

