শনিবার রাত ১১টা নাগাদ হলদি নদীতে ট্রলারডুবি, নিখোঁজ ৩ মৎস্যজীবী এবং মৃত্যু হয় চালকের
Sunday, June 13 2021, 10:10 am

গত শনিবার হলদি নদীতে ট্রলার ডুবে মৃত্যু হল চালকের। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল নন্দীগ্রামের কেন্দামারি জলপাই গ্রাম থেকে ১৪ জন মৎস্যজীবী ট্রলারে চড়ে অশান্ত নদীতে পুলিশ প্রশাসনের সতর্কবার্তা উপেক্ষা করে মাছ ধরতে যায়। তারপরই রাত ১১টা নাগাদ ঘটে অঘটনটি হলদি নদীতে ডুবে যায় ট্রলার। কোনওমতে সাঁতরে পাড়ে উঠে আসেন ৯ জন মৎস্যজীবী। প্রায় ৫ ঘণ্টা পর ট্রলারের নীচ থেকে আরো ২ জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।তাঁরা প্রাণে বাঁচলেও এখনো পর্যন্ত নিখোঁজ বাকি ৩ মৎস্যজীবী এবং এই ঘটনার জেরে মৃত্যু হয় ট্রলার চালকের। উদ্ধারকার্য এখনো চালাচ্ছে রিভার ট্র্যাফিক পুলিশরা।
- Related topics -
- রাজ্য
- নন্দীগ্রাম
- ট্রলার ডুবি
- মৃত্যু
- উদ্ধারকার্য