Javed Habib | আর্থিক প্রতারণার অভিযোগ তারকা হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিব ও ছেলের বিরুদ্ধে!
Wednesday, September 24 2025, 7:34 am

জাভেদ হাবিব ও তাঁর ছেলে আনাস হাবিব-সহ আরও তিনজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে খবর, হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিব ও তাঁর ছেলে সকলকে জানিয়েছিলেন, ফলিকল গ্লোবাল কোম্পানি (FLC)তে ক্রিপ্টোকারেন্সি, অর্থাৎ বিটকয়েন ও বিনান্স কয়েনে বিনিয়োগ করলে ৫০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত লাভ করতে পারবেন। তাঁরা সম্ভলের রয়্যাল প্যালেস ব্যাঙ্কোয়েট হলে একটি অনুষ্ঠানের আয়োজন করে ১৫০ জনেরও বেশি লোকের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়েছেন। এ ঘটনায় জাভেদ হাবিব, তাঁর ছেলে আনাস হাবিব সহ আরও তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন বিনিয়োগকারীরা।