H-1B Visa | "আমেরিকার তরুণদের স্বপ্ন চুরমার করছে ভারতীয় কর্মীরা!"- H-1B ভিসায় আরও কড়া ট্রাম্প
Saturday, November 1 2025, 12:55 pm
Key Highlightsমার্কিন শ্রম দফতরের নতুন প্রচার ভিডিওয় সরাসরি ভারতের নাম তুলে বলা হয়েছে, বিদেশিদের, বিশেষত ভারতীয়দের নিয়ে আমেরিকার তরুণদের স্বপ্ন চুরমার করা হচ্ছে।
বৃহস্পতিবারই মার্কিন প্রশাসন জানিয়েছে, এইচ-১বি ভিসার পুনর্নবীকরণ ব্যবস্থায় বদল আনা হচ্ছে। ট্রাম্প জানিয়েছে, নিয়োগকারী সংস্থার তরফে দেওয়া ‘ওয়ার্ক পারমিট’ বা কাজের অনুমোদনের মেয়াদ শেষ হওয়ার অন্তত ১৮০ দিন আগে পুনর্নবীকরণের জন্য আবেদন করতে হবে। এদিন মার্কিন শ্রম দপ্তর লিখেছে, ‘এইচ-১বি অপব্যবহারের ফলে বহু মার্কিন তরুণ তাঁদের স্বপ্ন হারিয়েছেন। বিদেশিদের জন্য তাঁদের চাকরি চলে গিয়েছে।’ শ্রম দফতরের নতুন প্রচারিত ভিডিওয় সরাসরি ভারতের নাম উচ্চারণ করে বলা হয়েছে, আমেরিকান তরুণদের স্বপ্ন চুরমার করছে ভারতীয়রা।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- এইচ-১বি ভিসা
- ভিসা নিষেধাজ্ঞা
- আমেরিকা
- নরেন্দ্র মোদি
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প

