Gukesh D | গুকেশের বাজিমাত! লিরেনকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন ভারতীয় দাবাড়ু
Sunday, December 8 2024, 2:52 pm
Key Highlights
বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ১১ তম রাউন্ডের খেলায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিং লিরেনকে পরাজিত করে লিড নিয়েছেন ডি. গুকেশ।
ডিং লিরেনের বিরুদ্ধে দ্বিতীয় জয় গুকেশের। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ১১ তম রাউন্ডের খেলায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিং লিরেনকে পরাজিত করে লিড নিয়েছেন ডি. গুকেশ। এই জয়ের ফলে ৬-৫ পয়েন্টে এগিয়ে গেলেন গুকেশ। এই ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে খেলেন গুকেশ। রেটি ওপেনিংয়ে শুরু করেন তিনি। এই প্রথম এই ওপেনিংয়ে খেলা শুরু করেন গুকেশ। উল্লেখ্য, আর বাকি রয়েছে তিনটি ম্যাচ। সেই তিনটিতে না হারলেই দাবার পরবর্তী বিশ্বচ্যাম্পিয়ন হবেন গুকেশ। তেমনটা হলে বিশ্বনাথন আনন্দের পর আরও এক বিশ্বচ্যাম্পিয়ন পাবে ভারত।
- Related topics -
- খেলাধুলা
- দাবা
- ভারত
- দেশ
- বিশ্ব চ্যাম্পিয়ন