দেশ

গুজরাতের মাত্র আড়াই বছরের শিশুর অকালমৃততে নতুন প্রাণ পেল পাঁচ জন শিশু।

গুজরাতের মাত্র আড়াই বছরের শিশুর অকালমৃততে নতুন প্রাণ পেল পাঁচ জন শিশু।
Key Highlights

গুজরাতের আড়াই বছরের ওই শিশুর নাম যশ ওঝা। পড়শির বাড়ি খেলার সময় তিনতলা থেকে পড়ে যায় সে। মাথায় প্রচণ্ড চোট লাগে, রক্ত জমাট বেঁধে যায়। ব্রেন ডেথ হয় তার। তার বাবা, পেশায় সাংবাদিক সঞ্জীব ওঝা ঠিক করেন, তার অঙ্গপ্রত্যঙ্গ দান করে দেবেন। ডোনেট লাইফ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তাঁরা দান করেন ছেলের হৃদপিণ্ড, ফুসফুস, দুটি কিডনি, যকৃৎ ও চোখদুটি। তার হৃদপিণ্ড পায় রাশিয়ার এক ৪ বছরের শিশু, ফুসফুস পায় ইউক্রেনের একটি ছেলে। কিডনিদুটি পেয়েছে আমদাবাদের ১৪ ও ১৭ বছরের দুই কিশোরী, লিভার ভাবনগরের এক ২ বছরের শিশু। চোখের কর্নিয়াদুটি দান করা হয়েছে লোকদৃষ্টি চক্ষু ব্যাঙ্কে।