GT vs SRH | ভরসন্ধ্যায় গুজরাট বনাম হায়দ্রাবাদ হাড্ডাহাড্ডি লড়াই, একনজরে দুদলের সম্ভাব্য দ্বাদশ

Friday, May 2 2025, 3:56 am
GT vs SRH | ভরসন্ধ্যায় গুজরাট বনাম হায়দ্রাবাদ হাড্ডাহাড্ডি লড়াই, একনজরে দুদলের সম্ভাব্য দ্বাদশ
highlightKey Highlights

আজ সন্ধ্যা ৭.৩০এ গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হাড্ডাহাড্ডি ম্যাচ। একনজরে দেখে নিন দুদলের সম্ভাব্য দ্বাদশ।


ভরসন্ধ্যায় গুজরাট বনাম হায়দ্রাবাদ লড়াই। গুজরাট টাইটান্সের সম্ভাব্য দ্বাদশ: সাই সুদর্শন, শুভমন গিল, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, করিম জানাত/শেরফান রাদারফোর্ড, রশিদ খান, সাই কিশোর, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা/আর্শাদ খান। সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য দ্বাদশ: অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষাণ, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, কামিন্দু মেন্ডিস/উইয়ান মুল্ডার, নীতীশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট, মহম্মদ সামি, জিশান আনসারি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File