GT vs SRH | ভরসন্ধ্যায় গুজরাট বনাম হায়দ্রাবাদ হাড্ডাহাড্ডি লড়াই, একনজরে দুদলের সম্ভাব্য দ্বাদশ

Friday, May 2 2025, 3:56 am
highlightKey Highlights

আজ সন্ধ্যা ৭.৩০এ গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হাড্ডাহাড্ডি ম্যাচ। একনজরে দেখে নিন দুদলের সম্ভাব্য দ্বাদশ।


ভরসন্ধ্যায় গুজরাট বনাম হায়দ্রাবাদ লড়াই। গুজরাট টাইটান্সের সম্ভাব্য দ্বাদশ: সাই সুদর্শন, শুভমন গিল, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, করিম জানাত/শেরফান রাদারফোর্ড, রশিদ খান, সাই কিশোর, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা/আর্শাদ খান। সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য দ্বাদশ: অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষাণ, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, কামিন্দু মেন্ডিস/উইয়ান মুল্ডার, নীতীশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট, মহম্মদ সামি, জিশান আনসারি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File