GT vs MI | শেষরক্ষা হল না, গুজরাট ছিটকে গেলো এলিমিনেটর থেকে, ট্রফির কাছাকাছি মুম্বই!
Saturday, May 31 2025, 2:58 am
Key Highlightsহোঁচট খেল গুজরাট টাইটান্স। প্লে-অফে যাওয়ার পর একের পর এক ম্যাচ হেরে ছিটকে গেল IPL থেকে।
পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে ছন্দপতন। এলিমিনেটরে ২২৯ রানের টার্গেট তাড়া করতে ব্যর্থ। আইপিএল থেকে বিদায় নিলো গুজরাট টাইটান্স। গতকালের ম্যাচের পর গুজরাটের বোলার-ফিল্ডারদের ভূমিকা প্রশ্নের মুখে। দু'বার রোহিতের ক্যাচ ফসকিয়ে তাঁকে ৮১ রান করা সুযোগ করে দেয় গুজরাট টাইটান্স। মিস সূর্যকুমারের ক্যাচও। পাল্টা ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারান শুভমন গিল। ম্যাচ টানছিলো সাই সুদর্শন, কুশল মেন্ডিস, ওয়াশিংটন সুন্দররাই। তবে বুমরাহ ঝড়ে বোল্ড আউট তাঁরা। ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছল মুম্বাই।
- Related topics -
- খেলাধুলা
- গুজরাট টাইটান্স
- গুজরাট
- মুম্বাই ইন্ডিয়ান্স
- মুম্বাই
- আইপিএল
- ipl
- আইপিএল ফাইনাল
- আইপিএল ২০২৫
- ক্রিকেট
- ক্রিকেটার

