Gaganyaan Astronaut | আগে দেশ, ‘গগনযান মিশনে’র প্রস্ততি ছেড়ে বায়ুসেনার ডিউটিতে ফিরলেন গ্রুপ ক্যাপ্টেন!

Thursday, May 8 2025, 11:46 am
highlightKey Highlights

দেশে যুদ্ধের আবহ। এই পরিস্থিতিতে ‘গগনযান মিশনে’র প্রস্ততি থেকে ফিরিয়ে নেওয়া হল ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণননকে।


সরোর সবচেয়ে বড় প্রকল্প গগনযান। এই মিশনের মাধ্যমে মহাকাশে নভোচরদের পাঠানোই লক্ষ্য। ঠিক হয়েছিল মহাকাশে যাবেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণনন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা। এই মিশন সফল হলে ভারত হবে চতুর্থ দেশ যারা নভোশ্চরদের মহাকাশে পাঠাতে সক্ষম হবে। কিন্তু দেশে যুদ্ধের আবহ। এই পরিস্থিতিতে ‘গগনযান মিশনে’র প্রস্ততি থেকে ফিরিয়ে নেওয়া হল ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণননকে। অর্থাৎ বায়ুসেনার ডিউটিতে যোগ দেবেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File