Maa Flyover | শহরের যানজট কমাতে গ্রিন করিডোর তৈরী হবে মা ফ্লাইওভারে! বসবে ডিসপ্লে স্ক্রিনও!

Monday, June 26 2023, 6:43 am
highlightKey Highlights

অফিস টাইমে মা ফ্লাইওভারে তৈরী হয় বিশাল যানজট। এই সমস্যা দূর করতেই ৪ নম্বর ব্রিজের পর পার্ক সার্কাস কানেক্টরের কাছে গ্রিন করিডরের ব্যবস্থা করবে কলকাতা ট্রাফিক পুলিশ।


শহরের যানজট কমাতে বিশেষ উদ্যোগ কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police)। কলকাতার (Kolkata) অন্যতম ব্যস্ত মা ফ্লাইওভারের (Maa Flyover) যানজট কমাতে  ডাইভারশান-সহ  গ্রিন করিডরের ব্যবস্থাও করবে পুলিশ। সঙ্গে থাকবে কড়া নজরদারিও।

মা ফ্লাইওভারে যানজট কমাতে বিশেষ ব্যবস্থা কলকাতা ট্রাফিক পুলিশের 
মা ফ্লাইওভারে যানজট কমাতে বিশেষ ব্যবস্থা কলকাতা ট্রাফিক পুলিশের 

সূত্রের খবর, মা উড়ালপুল অতিরিক্ত গাড়ির কারণে প্রায়শই তৈরি হয় যানজট।  এবার এই সমস্যা মেটাতে ডাইভারশান-সহ বেশকিছু ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছে ট্রাফিক পুলিশ। জানা গিয়েছে, মা ফ্লাইওভারের যানজট কমাতে মানুষকে পার্ক সার্কাস কানেক্টর (Park Circus Connector) ব্যবহারে উৎসাহিত করা হবে। পাশপাশি ৪ নম্বর ব্রিজের পরে পার্ক সার্কাস কানেক্টরের কাছে একটি গ্রিন করিডরের (Green Corridor) ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। এছাড়াও, ফ্লাইওভারের মুখে একটি ডিসপ্লে স্ক্রিনও (Display Screen) লাগানো হবে।

ডাইভারশান-সহ বেশকিছু ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা
ডাইভারশান-সহ বেশকিছু ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা

এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পার্ক সার্কাস কানেক্টরের সঙ্গে মা ফ্লাইওভারে যাত্রার সময়ের রিয়েল টাইম গুগল ম্যাপ ডেটা তুলনামূলকভাবে তুলে ধরা হবে যাতে গাড়ির চালকরা সিদ্ধান্ত নিতে পারেন যে, তাঁদের কোন পথে যাওয়া উচিত। এই ব্যবস্থার ফলে গাড়ি চালকদেরও যেমন সুবিধা হবে তেমনই যানজটও কমবে।

৪ নম্বর ব্রিজের পরে পার্ক সার্কাস কানেক্টরের কাছে একটি গ্রিন করিডরের ব্যবস্থা
৪ নম্বর ব্রিজের পরে পার্ক সার্কাস কানেক্টরের কাছে একটি গ্রিন করিডরের ব্যবস্থা

আমরা পার্ক সার্কাস কানেক্টরের সঙ্গে মা ফ্লাইওভারে যাত্রার সময়ের রিয়েল টাইম গুগল ম্যাপ ডেটা তুলনামূলকভাবে তুলে ধরব, যাতে গাড়ির চালকরা সিদ্ধান্ত নিতে পারেন যে, তাঁদের কোন পথে যাওয়া উচিত। এতে একদিকে যেমন গাড়ির চালকরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারবেন, তেমনই যানজটও এড়িয়ে যেতে পারবেন।

কলকাতা পুলিশ আধিকারিক
পঞ্চান্ন গ্রাম , রুবি ও আরও দূরের যানবাহনগুলিকে সায়েন্স সিটি দিয়ে মা ফ্লাইওভারে যাওয়ার ক্ষেত্রে রাশ টানা হতে পারে
পঞ্চান্ন গ্রাম , রুবি ও আরও দূরের যানবাহনগুলিকে সায়েন্স সিটি দিয়ে মা ফ্লাইওভারে যাওয়ার ক্ষেত্রে রাশ টানা হতে পারে

জানা গিয়েছে, পঞ্চান্ন গ্রাম (Panchanan Gram), রুবি (Ruby) ও আরও দূরের যানবাহনগুলিকে সায়েন্স সিটি (Science City ) দিয়ে মা ফ্লাইওভারে যাওয়ার ক্ষেত্রে রাশ টানা হতে পারে। পাশাপাশি সেভেন পয়েন্টের (Seven Points) দিকে যাওয়ার সময় গাড়ি চালকদের দিলখুশ স্ট্রিটের (Dilkush Street) পরিবর্তে নিউ পার্ক স্ট্রিট (New Park Street) দিয়ে যাওয়ার কথা বল হবে এবং বাসগুলিকে চালিত করা হবে দিলখুশ স্ট্রিটের দিকে। এছাড়া ক্যামেরা ইন্সটল করার পরিকল্পনাও রয়েছে ট্রফিক পুলিশের।

 আর অ্যাভিনিউতেও যানজট কমাতে গ্রিন করিডোর-সহ একাধিক ব্যবস্থা 
 আর অ্যাভিনিউতেও যানজট কমাতে গ্রিন করিডোর-সহ একাধিক ব্যবস্থা 

উল্লেখ্য, এর আগে সি আর অ্যাভিনিউতেও (CR Avenue) যানজট কমাতে গ্রিন করিডোর-সহ একাধিক ব্যবস্থা গ্রহণ করেছিল কলকাতা ট্রাফিক পুলিশ। যার ফলে সেই রাস্তায় তুলনামূলকভাবে যানজট কমেছে। প্রসঙ্গত, কেবল মা ফ্লাইওভারের ক্ষেত্রেই নয়, দিনের ব্যস্ত সময় অর্থাৎ অফিস টাইমে প্রবল যানজটের সমস্যা সৃষ্টি হয় কলকাতার একাধিক রাস্তায়। ফলে গোটা শহরের যানজট নিয়ন্ত্রণ করতে একাধিক পদক্ষেপ তৎপরতার নিচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File