দেশএয়ার ইন্ডিয়া এ বার রতন টাটার হাতে! খবর সরকারি সূত্রে
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকসূত্রে খবর, টাটা সন্সের জমা দেওয়া দরপত্রটি গ্রাহ্য হয়েছে। ফলে ঋণের চাপে ধুঁকতে এয়ার ইন্ডিয়ায় প্রায় ৮৪ শতাংশ শেয়ার চলে যাবে যাবে রতন টাটার সংস্থার হাতে। কিন্তু এখনও শেয়ার ছাড়েনি সরকার! অর্থাৎ, এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। এয়ার ইন্ডিয়ার সামগ্রিক ঋণের পরিমাণ ৪৩ হাজার কোটি টাকা। যার মধ্যে ২২ হাজার কোটি টাকা ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়া অ্যাসেট হোল্ডিং লিমিটেড (এআইএএইচএল)-কে হস্তান্তরিত করা হয়েছে। এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া কিনতে আগ্রহ প্রকাশের কথা জানিয়েছে টাটা গোষ্ঠী।