রাজ্য

CV Anand Bose । সোমবার বিধানসভায় শপথবাক্য পাঠ করবেন ৬ বিধায়ক, খোদা রাজ্যপাল পড়াবেন নিয়মের পাঠ

CV Anand Bose । সোমবার বিধানসভায় শপথবাক্য পাঠ করবেন ৬ বিধায়ক, খোদা রাজ্যপাল পড়াবেন নিয়মের পাঠ
Key Highlights

সোমবার বিধানসভায় নবনির্বাচিত ছয় বিধায়কের শপথগ্রহণ, বিধানসভায় গিয়ে নতুন ৬ বিধায়ককে শপথবাক্য পড়াবেন খোদ রাজ্যপাল।

সদ্য বিধানসভার ছ’টি আসনে উপনির্বাচন শেষ হয়েছে। সোমবার বিধানসভায় নবনির্বাচিত ছয় বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবার বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করাতে আগ্রহী হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অতীতে বারবার উপনির্বাচন জেতা বিধায়কদের শপথগ্রহন অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিধানসভা জানিয়েছিল, হয় রাজ্যপাল নিজে এসে শপথবাক্য পাঠ করাবেন নাহয় কাউকে মনোনীত করবেন পাঠ করার জন্যে। তাই এবার রাজ্যপাল নিজেই শপথবাক্য পথ করাতে সম্মত হয়েছেন। সোমবার বিধানসভায় আসতে পারেন মুখ্যমন্ত্রীও।