Jadavpur University । উপাচার্যের সঙ্গে বিবাদের জের? যাদবপুরের সমাবর্তনে এলেন না রাজ্যপাল সি ভি আনন্দ বোস

Tuesday, December 24 2024, 7:12 am
highlightKey Highlights

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ফের টানটান নাটক। সমাবর্তন বেআইনি, এমন দাবি করে অনুষ্ঠানে এলেন না রাজ্যপাল সি ভি আনন্দ বোস।সমাবর্তনে


যাদবপুরের সমাবর্তন বেআইনি, এমন দাবি করে অনুষ্ঠানে এলেন না রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর চেয়ার ফাঁকা রেখেই চললো অনুষ্ঠান। এদিন আচার্যের জন্যে অনেকক্ষন অপেক্ষা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আসেননি তিনি। প্রসঙ্গত, গত শুক্রবার উপাচার্যের সঙ্গে স্থায়ী আচার্য নিয়োগ নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয় রাজ্যপালের। তবে সুরাহা হয়নি। রাজ্যপাল চেয়েছিলেন নতুন আচার্যের উপস্থিতিতে সমাবর্তন অনুষ্ঠান হোক। তা না হওয়ায় এই অনুষ্ঠানকে বেআইনি বলে দাগিয়েছেন তিনি। গতবারও আচার্য ছাড়া পালিত হয়েছিল অনুষ্ঠান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File