USCIRF । ভারতে আমজনতার ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের এক সরকারি কমিশনের

Friday, October 4 2024, 11:38 am
highlightKey Highlights

ভারতে আমজনতার ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সরকারি কমিশনের।


ভারতে আমজনতার ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সরকারি কমিশনের। মার্কিন সরকারের সংশ্লিষ্ট কমিশনের রিপোর্টে, স্বাধীনভাবে ধর্মাচারণের প্রশ্নে ভারতকে 'বিশেষ উদ্বেগের রাষ্ট্র' হিসাবেও উল্লেখ করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেটি লিখেছেন, বরিষ্ঠ নীতি বিশ্লেষক সীমা হাসান। রিপোর্টে লেখা হয়েছে, ভারতে ধর্মীয় সংখ্যালঘু নাগরিকদের উপর এবং তাঁদের উপাসনাস্থলগুলিতে হিংসাত্মক হামলা চালানো হচ্ছে। এমনকী, সেই হিংসায় অনেক সময় সরকারি আধিকারিকরাই মদত দিচ্ছেন!




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File