দেশ'ভারতের 'কুৎসিত ভাষা' কান্নাড়া! ক্ষমা চাইতে বাধ্য হল গুগল কর্তৃপক্ষ
গুগলে ভারতের কুৎসিত ভাষা কী সার্চ করলে, সার্চ ইঞ্জিন দেখাচ্ছে 'Kannada'। এই ঘটনা কান্নাড়া ভাষাভাষীর মানুষকে যথেষ্ট দুঃখ দিয়েছে। এমন প্রশ্ন সার্চ করা এবং গুগলের কাছ থেকে তাঁর জবাবের স্ক্রিনশট, ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপরই গুগলকে কান্নাড়া ভাষাকে অপমান করার অভিযোগে কর্ণাটক সরকার আইনি নোটিস পাঠায়। যার ফলে, ক্ষমা চেয়েছে গুগল কর্তৃপক্ষ এবং জানিয়েছে তারা আরও সতর্ক হবে। ইতিহাস অনুযায়ী, কান্নাড়া ভাষা ২ হাজার ৫০০ বছরের পুরোনো ভাষা।