টেকনোলজিAndroid ইউজারদের জন্য আবারও আকর্ষণীয় ৭ ফিচার নিয়ে হাজির হল Google

একগুচ্ছ নতুন ফিচার নিয়ে আবারও হাজির গুগল। তবে এই সকল ফিচারই কার্যকর হবে শুধুমাত্র Android ইউজারদের জন্যই। যে সকল নতুন ফিচার আসছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল Google Messages। Google জানিয়েছে, এই Google Messages-এর সব চ্যাটে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকবে। এছাড়াও Android গ্রাহকদের জন্য ভূমিকম্প হলে কয়েক সেকেন্ড আগেই অ্যালার্ট করা যাবে নয়া ফিচারে। এছাড়াও ভয়েস নেভিগেশন, ভয়েস কন্ট্রোল, Android Auto এবং যাতে আরো বেশি ইমোজি ব্যবহার করা যায় সেই সকল ফিচার নিয়ে এল গুগল।