Sundar Pichai buying cricket team | নিলামে ক্রিকেট টিম কিনছে গুগলের সিইও সুন্দর পিচাই, সত্য নাদেল্লা

Thursday, January 16 2025, 4:08 pm
Sundar Pichai buying cricket team | নিলামে ক্রিকেট টিম কিনছে গুগলের সিইও সুন্দর পিচাই, সত্য নাদেল্লা
highlightKey Highlights

ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ লিগের দলে বিনিয়োগ করতে উৎসাহী হয়েছেন স্বয়ং গুগলের সিইও সুন্দর পিচাই।


ভারতের রন্ধ্রে রন্ধ্রে আছে ক্রিকেট। সেই নেশাতেই এবার ক্রিকেট টীম কিনতে চলেছেন গুগলের সিইও সুন্দর পিচাই। সূত্রের খবর, লন্ডনে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ লিগের দলের নিলামে উৎসাহী হয়েছেন সুন্দর পিচাই। এই লিগের ওভাল ইনভিন্সিবলস এবং লন্ডন স্পিরিটের মধ্যে যেকোনও একটি দল কিনতে আগ্রহী তিনি। এজন্যে প্রায় ৯৭মিলিয়ন ডলার ঢালতে প্রস্তুত সুন্দর। পিচাই ছাড়াও টিম কিনতে আগ্রহী হয়েছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা, অ্যাডোবি প্রধান শান্তনু নারায়েন, টাইমস ইন্টারনেট লিমিটেডের সত্যেন গজওয়ানি প্রমুখ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File