পার্কে পড়ে ১৮৬ কিলোগ্রাম ওজনের একটি পাত্র, হতবাক স্থানীয়রা!
নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে অবহেলায় পড়ে খাঁটি সোনার তৈরি ১৮৬ কিলোগ্রাম ওজনের একটি পাত্র ; অথচ কেউ তাকে ছুঁতেও পারবে না! যার মূল্য ভারতীয় মুদ্রায় ৮ কোটি টাকারও অধিক।
প্রবাদে বলে, যা চকচক করে তাই সোনা নয়! কিন্তু নিউ ইয়র্কের শহরের পার্কে যে বস্তুটি পড়েছিল, তা এক্কেবারে খাঁটি সোনা (Gold)! পার্কে পড়ে রয়েছিল খাঁটি ২৪ ক্যারাট সোনার তৈরি একটি পাত্র, যার ওজন প্রায় ১৮৬ কিলোগ্রাম!
নিউ ইয়র্কের জনপ্রিয় সেন্ট্রাল পার্কে গত বুধবার (২রা ফেব্রুয়ারী, ২০২২) সারা দিন ধরেই এই সোনার পাত্রটি পড়ে ছিল। জার্মান শিল্পী নিকোলাস কাস্টেলো এই সোনার ঘনকাকৃতির পাত্রটি তৈরি করেছেন। একটি আসন্ন ক্রিপ্টো মুদ্রা কাস্টেলো কয়েনের জন্য অভিনব প্রচারের পন্থা হিসেবেই এই সোনার পাত্রটি সেন্ট্রাল পার্কে রাখা হয়েছিল। তাঁর এই সৃষ্টি সম্পর্কে নিকোলাস জানান, এর আগে কখনও এত সোনা দিয়ে কোনও বস্তু বানানো হয়নি।
এর আগে কখনও এত সোনা দিয়ে কোনও বস্তু বানানো হয়নি। আমাদের পৃথিবী অমূল্য এবং অধরা। আর এটাই ছিল আমার সৃষ্টির নেপথ্যের মূল ভাবনা।
সূত্রের খবর, এই সোনার পাত্রটি বানাতে ভারতীয় মুদ্রায় আট কোটির বেশি টাকার সোনা ব্যবহার করা হয়েছে । ৪৩ বছর বয়সী শিল্পী নিকোলাস এও জানান, পাত্রটি তিনি কখনও বিক্রি করবেন না। সোনার পাত্রটি একদিন বাদেই পার্ক থেকে সরিয়ে নেওয়া হয়। তার পর সেটিকে একটি ডিনার পার্টিতে নিয়ে যাওয়া হয়, অতিথিদের দেখানোর জন্য! মূলত সেই পার্টিতে সেলেব্রিটিরাই হাজির ছিলেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- নিউ ইয়র্ক
- সোনা
- বিনোদন
- লাইফস্টাইল