উৎসব ২০২৪

Navratri 2024 | নবরাত্রির অষ্টম দিনে পূজিত হন দেবীর ‘মহাগৌরী' রূপ, দেবীর আরাধনা করলে লাভ হয় সুখ এবং সৌভাগ্য

Navratri 2024 | নবরাত্রির অষ্টম দিনে পূজিত হন দেবীর  ‘মহাগৌরী' রূপ, দেবীর আরাধনা করলে লাভ হয় সুখ এবং সৌভাগ্য
Key Highlights

নবদুর্গার মধ্যে মহাগৌরী (Mahagauri) হল মহাদেবীর অষ্টম রূপ। নবরাত্রির অষ্টম দিনে দেবী মহাগৌরীর পূজা করা হয়। হিন্দুধর্ম অনুযায়ী, মহাগৌরী তাঁর ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করে থাকেন। দেবীর আরাধনা করলে সুখ এবং সৌভাগ্য লাভ হয়। সুসন্তান প্রাপ্তি হয়। দেবী মহাগৌরী গৌরবর্ণা। তিনি ষাঁড়ের ওপর আসীন। তাঁর ডান হাতে থাকে ধ্যান মুদ্রা। বাম হাতে থাকে একটি ত্রিশূল। দেবীশক্তি দয়াবতী। তিনি শান্তিতে সর্বত্র পূর্ণ রাখেন। দেবী তাঁর ভক্তদের আত্মোপলব্ধি করতে এবং সত্যের পথে যেতে সাহায্য করেন।

আজ নবরাত্রি ২০২৪ (Navratri 2024) এর অষ্টম দিন। নবরাত্রি জুড়ে দেবী দুর্গাকে পুজো করা হয় নয়টি বিশেষ রূপে। প্রত্যেক তিথিতে, অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এক এক তিথিতে দেবী দুর্গা পূজিত হন এক এক রূপে। নবরাত্রি (Navratri) এর অষ্টমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন ‘মহাগৌরী (Mahagauri)’ রূপে। এই দেবীকে শান্তি এবং বুদ্ধিমত্তার প্রতীক হিসাবে মানা হয়।


মহাগৌরী দেবী । Mahagauri Devi :
 নবদুর্গার মধ্যে মহাগৌরী (Mahagauri) হল মহাদেবীর অষ্টম রূপ। নবরাত্রির অষ্টম দিনে দেবী মহাগৌরীর পূজা করা হয়। হিন্দুধর্ম অনুযায়ী, মহাগৌরী তাঁর ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করে থাকেন। দেবীর আরাধনা করলে সুখ এবং সৌভাগ্য লাভ হয়। সুসন্তান প্রাপ্তি হয়। দেবী মহাগৌরী গৌরবর্ণা। তিনি ষাঁড়ের ওপর আসীন। তাঁর ডান হাতে থাকে ধ্যান মুদ্রা। বাম হাতে থাকে একটি ত্রিশূল। দেবীশক্তি দয়াবতী। তিনি শান্তিতে সর্বত্র পূর্ণ রাখেন। দেবী তাঁর ভক্তদের আত্মোপলব্ধি করতে এবং সত্যের পথে যেতে সাহায্য করেন। মহাদেবী সাদা রঙের পোশাক পরেন। সেই কারণে দেবী শ্বেতাম্বরধরা নামেও পরিচিতা। তিনি একটি ডমরুও ধারণ করেন। তাঁর অন্য হাতে থাকে অভয় মুদ্রা। 


পুরাণ অনুযায়ী, সমস্ত রাক্ষসকে পরাজিত করার পর দেবী পার্বতীর গায়ের চামড়া কালো হয়ে গিয়েছিল। এই কারণে ভগবান ব্রহ্মা দেবী পার্বতীকে হিমালয়ের মানসরোবরে স্নান করতে বলেছিলেন। ব্রহ্মদেবের পরামর্শে দেবী পার্বতী ওই সরোবরে স্নান করেন। স্নানের পর তাঁর ত্বক মুহূর্তে ফরসা বর্ণ ফিরে পায়। দেবী জুঁই ফুলের মত সাদা হয়ে যান। বিশ্বাস করা হয়, এদিন গোলাপি রঙের পোশাক পরা শুভ।
নবরাত্রি (Navratri) এর অষ্টমীর দিনে পবিত্রতা ও শান্তির প্রতীক দেবী মহাগৌরীর প্রসাদ হিসাবে নারকেল নিবেদন করা হয় ভক্তদের ৷ এছাড়াও দেবী মহাগৌরীর ভোগ হিসেবে নারকেল বরফি ভোগ দেওয়ার প্রথা চালু আছে। এই ভোগ দিলে, জীবনে মধুরতা এবং সুখ ও সমৃদ্ধি আসে বলেই বিশ্বাস। পাশাপাশি, নানারকম ফল, সবজি, ভাজা, অন্নভোগও দেবীকে দেওয়া হয়। সঙ্গে, নারকেলের নাড়ু দেওয়ারও চল রয়েছে।


Delhi High Court | "দাদু-ঠাকুমার সম্পত্তির ভাগ চাইতে পারবেন না নাতি-নাতনিরা" - রায় দিল্লি হাইকোর্টের
Ukraine | ৩৬১টি ড্রোন নিয়ে রাশিয়ার তৈল শোধনাগারে হামলা চালাল ইউক্রেন, পুড়ে ছাই ফ্যাক্টরি
Mimi Chakraborty | বেটিং কাণ্ডে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব ED-র! স্ক্যানারে রয়েছেন উর্বশীও
Earthquake In Assam | অসম-সহ গোটা উত্তরবঙ্গ কাঁপলো ভূমিকম্পে, মৃদু কম্পন অনুভূত হল কলকাতাতেও
RG Kar Doctor Death | অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষ খাইয়ে খুন? আরজি কর হাসপাতালের চিকিৎসককের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
Modem Balkrishna | ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত মাও নেতা মোদেম বালকৃষ্ণ, মাথার দাম ছিল ১ কোটি টাকা!
'অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Biography of Sarat Chandra Chattopadhyay