Glycerine for Face | শীতেও মুখ থাকবে উজ্জ্বল, কোমল! সঠিক পদ্ধতিতে ও সঠিক সময়ে মাখুন গ্লিসারিন!

Friday, December 8 2023, 1:19 pm
highlightKey Highlights

বাজারে নানান শুষ্ক ত্বকের জন্য শীতকালীন ক্রিম পাওয়া গেলেও তা বেশিক্ষণ ত্বক আদ্র করে রাখতে পারে না। এক্ষেত্রে মুখের জন্য গ্লিসারিন বেশ কার্যকর। গ্লিসারিন ত্বককে রাখবে কোমল এবং উজ্জ্বল। দেখুন কীভাবে মুখে গ্লিসারিন ব্যবহার করবেন।


শীতকাল পুরোপুরি আসার আগেই উত্তুরে হওয়ার প্রভাব পরে ত্বকে। শুষ্কতা, রুক্ষ্মতা, ত্বক ফেঁটে যাওয়ার মতো সমস্যা সবারই। শীতকালে তাই ত্বককে আদ্র রাখতে তেল বা ক্রিম মাস্ট। তবে যাদের ত্বক বেশি রুক্ষ্ম তাদের শীতকালে বাড়ে বাড়ে ক্রিম লাগাতে হয়, নাহলেই ফেঁটে পরে ত্বক। যদি আপনাকেও শীতকালে ত্বক আদ্র রাখার জন্য বারবার ক্রিম লাগাতে হয় তাহলে ব্যবহার করতে পারেন  গ্লিসারিন (Glycerine)।

 শুষ্ক ত্বকের জন্য শীতকালীন ক্রিমের পাশাপাশি ত্বকের বেশি যত্ন নিতে মাখুন গ্লিসারিন
 শুষ্ক ত্বকের জন্য শীতকালীন ক্রিমের পাশাপাশি ত্বকের বেশি যত্ন নিতে মাখুন গ্লিসারিন

 শীতল আবহাওয়ায় ত্বক সুস্থ রাখার জন্য গ্লিসারিন বেশ কার্যকর। বাজারে অসংখ্য  শুষ্ক ত্বকের জন্য শীতকালীন ক্রিম (Winter Cream for Dry Skin) পাওয়া গেলেও তা বেশিক্ষণ ত্বককে আদ্র রাখতে পারে না। তবে এক্ষেত্রে গ্লিসারিন পালন করে অনন্য ভূমিকা। তবে গ্লিসারিন অত্যন্ত চ্যাটচ্যাটে হয়, যে কারণে এটি খুব সহজে আর্দ্রতা, ধুলো ও দূষণ গ্রস্ত হয়ে পড়ে। যার ফলে গ্লিসারিন ব্যবহারকারী ব্যক্তির ত্বক চুলকায় ও ইরিটেশান হয়। এছাড়াও বিশেষজ্ঞরা বলে থাকেন সঠিকভাবে এবং সঠিক পদ্ধতিতে গ্লিসারিন ব্যবহার না করলে ভালো ফল সেভাবে পাওয়া যায় না। এমনকি উল্টে বিপরীতও হতে পারে। ফলে কীভাবে মুখে গ্লিসারিন ব্যবহার করবেন (How to use Glycerine for face) তা জেনে রাখা দরকার।

Trending Updates

মেকআপ রিমুভার হিসেবে গ্লিসারিন :

গ্লিসারিন একটি ভালো মেকআপ রিমুভার হিসেবে কাজ করে। মেকআপ পরিষ্কার করার জন্য রিমুভারের স্থানে এটি ব্যবহার করতে পারেন। এর জন্য কটন বলে গ্লিসারিন লাগিয়ে পুরো মুখে লাগান। তবে খেয়াল রাখতে হবে চোখ ও ঠোঁটে যাতে গ্লিসারিন না লাগে।

মুখের জন্য গ্লিসারিন বেশ কার্যকর এবং গ্লিসারিন ব্যবহার করা যায় একাধিক উপায়ে 
মুখের জন্য গ্লিসারিন বেশ কার্যকর এবং গ্লিসারিন ব্যবহার করা যায় একাধিক উপায়ে 

টোনার হিসেবে গ্লিসারিন :

টোনার হিসেবেও গ্লিসারিন ব্যবহার করা যায়। এর জন্য আধ কাপ গোলাপ জলে কয়েক ফোঁটা গ্লিসারিন মেশান। তার পর এতে তুলো ভিজিয়ে ত্বক পরিষ্কার করুন।

ময়শ্চারাইজার হিসেবে গ্লিসারিন :

মুখের জন্য গ্লিসারিন (Glycerine for face) অত্যন্ত উপকারী, বিশেষত ময়শ্চারাইজার হিসেবে। শীতকালে ত্বক আদ্র রাখতে  শুষ্ক ত্বকের জন্য শীতকালীন ক্রিম (Winter Cream for Dry Skin) এর বদলে ব্যবহার করতে পারেন এই উপাদান। তবে সরাসরি গ্লিসারিন নয়, দেখে নিন ময়শ্চারাইজার হিসেবে কীভাবে মুখে গ্লিসারিন ব্যবহার করবেন (How to use Glycerine for face)।

হার্বাল ফেস প্যাকে গ্লিসারিন মিশিয়ে মাখলে পাবেন চমৎকার ফল 
হার্বাল ফেস প্যাকে গ্লিসারিন মিশিয়ে মাখলে পাবেন চমৎকার ফল 

গ্লিসারিন (Glycerine) দিয়ে তৈরী শীতকালের ক্রিম বানানোর জন্য লাগবে অ্যালোভেরা জেল, গ্লিসারিন, ভিটামিন-ই ক্যাপসুল এবং গোলাপ জল। প্রথমে ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিয়ে তা ভালো করে ব্লেন্ড করে নিন। এবার এর সঙ্গে ১ চামচ গ্লিসারিন মেশান। এই দুই উপকর মিশিয়ে নিয়ে ভালো ভাবে ব্লেন্ড করে নিন। এরপর সেই মিশ্রণে একে একে যোগ করুন ২ টি ভিটামিন-ই ক্যাপসুলের নির্যাস এবং ২ চামচ গোলাপ জল। প্রতিটি উপকরণ মিশিয়ে নিয়ে ততক্ষণ ব্লেন্ড করুন, যতক্ষণ না পর্যন্ত একটি ক্রিম তৈরি হচ্ছে। এই ক্রিমটি তৈরি হওয়া মাত্র তা কাচের শিশিতে ঢেলে রেফ্রিজারেট করুন অর্থাৎ ফ্রিজে রেখে দিন। এই ঘরোয়া ক্রিম আপনি ২ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তবে এই ময়শ্চারাইজার দিনে নয়, প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে লাগিয়ে নিন। হাতের তালুর চাপে এই ক্রিম দিয়ে মুখে মাসাজ করুন। এতে ত্বকের আর্দ্রতা তো বজায় থাকবেই, সেই সঙ্গে জেল্লাও হবে দেখার মতো।

ফেস প্যাক হিসেবে গ্লিসারিন :

হার্বাল ফেস প্যাক  (Herbal Face Pack)হিসেবে গ্লিসারিন দিয়ে তৈরী ফেস প্যাকও মুখের জন্য বেশ উপকারী। ত্বক খুব বেশি নিস্তেজ হয়ে পড়লে মুখের জন্য গ্লিসারিন (Glycerine for face) কাজ করে ম্যাজিকের মতো। গ্লিসারিন দিয়ে তৈরী ফেস প্যাক ত্বককে আদ্র করার সঙ্গে ত্বক করে তোলে উজ্জ্বল। গ্লিসারিন ও অ্যালোভেরার প্যাক বানানোর জন্য প্রথমে ২ থেকে ৩টি সতেজ অ্যালোভেরা পাতার জেলের সঙ্গে ২ চামচ গ্লিসারিন মিশিয়ে নিজের মুখে লাগিয়ে নিন। এরপর ২০ থেকে ২৫ মিনিট প্যাকটি রেখে মুখ পরিষ্কার করে নিন। এছাড়া তাৎক্ষণিক ঔজ্জ্বল্যের জন্য ১টা পাকা কলা চটকে তাতে গ্লিসারিন মিশিয়ে নিজের মুখে লাগান। এরপর ২৫ মিনিট পর্যন্ত এই প্যাক মুখে লাগিয়ে রেখে ধুয়ে নিন। নিয়মিত এই উপায় করলে মুখ উজ্জ্বল হবে।

শীতকালে ত্বক কোমল এবং উজ্জ্বল করতে নিয়ম মেনে মাখুন গ্লিসারিন
শীতকালে ত্বক কোমল এবং উজ্জ্বল করতে নিয়ম মেনে মাখুন গ্লিসারিন

এক সময়ে শীতকালে ত্বক কোমল এবং উজ্জ্বল করতে গ্লিসারিনের ব্যবহারের চল ছিল ঘরে ঘরে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে নানারকমের প্রসাধনীর ব্যবহার। কিন্তু আজও অনেকেই হয়তো জানেন না যে, শীতের ময়েশ্চারাইজার তৈরিতেও গ্লিসারিন ব্যবহার করা হয়। ফলে রাসায়নিক মিশ্রিত গ্লিসারিনের ব্যবহার নয়, রাসায়নিক ছাড়াই গ্লিসারিন ব্যবহার করে ত্বককে সুন্দর করে তুলুন। তবে সরাসরি ত্বকের উপর গ্লিসারিন ব্যবহার না করাই ভাল। এর চেয়ে গোলাপ জলের সঙ্গে বা অ্যালোভেরা জেলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ত্বকে মাখতে পারেন। পাশাপাশি গ্লিসারিন ব্যবহারের আগে অবশ্যই ত্বক ভাল করে পরিষ্কার করে নিতে হবে। গ্লিসারিন যুক্ত ফেসপ্যাক ব্যবহারের পর ঈষদুষ্ণ গরম জল দিয়ে মুখ ধুতে হবে। এতে ত্বক কোমল থাকবে। অনেকেই ভাবেন গ্লিসারিন কেবল শুষ্ক ত্বকের জন্য। তবে তা কিন্তু নয়। তৈলাক্ত ত্বকের ব্যক্তিরাও গ্লিসারিন ব্যবহার করতে পারেন। এর জন্য এক চামচ গ্লিসারিন ও এক চামচ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিয়ে ত্বকে লাগাতে পারেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File