ডেবিট কার্ডের মতোই এবার আধার কার্ড! মাত্র ৫০ টাকায় পেয়ে যাবেন, কিভাবে ?
Thursday, November 26 2020, 2:41 pm
Key Highlightsপ্যান কার্ড বা ডেবিট-ক্রেডিট কার্ডের মতোই এবার আধার কার্ড মানুষের মানি ব্যাগে রাখার ব্যবস্থা করল সরকার। মাত্র ৫০ টাকা খরচ করলেই পেয়ে যাবেন আপনার পিভিসি আধার কার্ড যা ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো শক্তপোক্ত। পিভিসি আধার কার্ডে থাকবে QR code. ছবি ও অন্য তথ্য। স্পিড পোস্ট-এ আপনার ঠিকানায় পৌঁছে যাবে আধার কার্ড। আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলেও এই সুবিধা পাবেন। আধার কার্ড নম্বর, Virtual Identification Number অথবা EID-র মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন। uidai.gov.in অথবা resident.uidai.gov.in -এর মাধ্যমে এই কার্ড অর্ডার করতে পারবেন।
- Related topics -
- দেশ
- আঁধার কার্ড
- পিভিসি আধার কার্ড
- ইউআইডিএআই

