আন্তর্জাতিক

অবাক করা কান্ড, পিয়ার্সিং আর ট্যাটু করে গিনেস বুকে নাম!

অবাক করা কান্ড, পিয়ার্সিং আর ট্যাটু করে গিনেস বুকে নাম!
Key Highlights

শরীরে চারশ তেত্রিশটি পিয়ার্সিং; গোপনাঙ্গে রয়েছে ২৭৮টি ছিদ্র ~ গিনেস বুকে নাম উঠল জার্মানির এই ব্যক্তির

রলফ বুখোলজ নামক এক ব্যক্তি নিজের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করেছেন। জানা গেছে জনৈক এই ব্যক্তির বয়স ৬১ বছর এবং তিনি জার্মানির বাসিন্দা।

কি কারণে রলফ-এর নাম উঠল গিনেস রেকর্ডে?

আমরা অনেকেই এমন কিছু মানুষের কথা শুনেছি যাঁরা বাইরের আঘাতে কোনও রকম ব্যথা অনুভব করেন না। রলফ তেমনই একজন। জার্মানিতে বসবাসকারী ৬১ বছর বয়সী রলফের শরীরে মোট চারশ তেত্রিশটি পিয়ার্সিং রয়েছে। এর মধ্যে প্রায় ২৭৮টি ছিদ্রই রয়েছে তাঁর গোপনাঙ্গে।  শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। 

জার্মানির ডর্টমুন্ডে বসবাসকারী রলফ পিয়ার্সিংয়ের পাশাপাশি ট্যাটু করাতেও পছন্দ করেন। তাঁর শরীরের প্রায় ৯০ শতাংশই ট্যাটুতে পরিপূর্ণ। ইতিমধ্যেই রলফের চোখের আইরিসে ট্যাটু নজর কেড়েছে নেটিজেনদের। 

আমার ৪০ বছর বয়সে প্রথমবার পিয়ার্সিং করিয়েছিলাম। সেই শুরু, তারপর আর থেমে থাকিনি। পুরো শরীরে ট্যাটু এবং পিয়ার্সিং করিয়েছি। আমার মতে, পিয়ার্সিংয়ের সঙ্গে যৌনতার কোনও সম্পর্ক নেই। আমি এবং আমার সঙ্গী আগের মতোই স্বাভাবিকভাবে যৌন জীবন কাটাচ্ছি।

রলফ বুখোলজ

তিনি এক টেলিকম শিল্পে কাজ করেন। এখনও পর্যন্ত সবচেয়ে বেদনাদায়ক ট্যাটু কোনটি জানতে চাওয়ায় তিনি জানান, হাতের তালুর ট্যাটুটি তাঁকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে যার প্রভাব সাধারণ জীবনযাপনেও পরেছে।


SSC | বাতিল গোটা প্যানেল, চাকরি যায়নি কেবল সোমা দাসের! কিন্তু সুপ্রিম রায়ে খুশি নন শিক্ষিকা!
Trump Govt | এবার কোপ স্বাস্থ্য দফতরে, এক ধাক্কায় প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই ট্রাম্প প্রশাসনের !
Val Kilmer | ক্যানসারের কাছে হার মানলেন 'ব্যাটম্যান'! প্রয়াত কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার!
Waqf Amendment Bill | লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল! এই ওয়াকফ বিল আসলে কী?
Paschim Medinipur | চার বছরের শিশুকে সিঁদুর মাখিয়ে বলি দেওয়ার চেষ্টা! পশ্চিম মেদিনীপুরে ধৃত তান্ত্রিক
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
SSC | সুপ্রিম নির্দেশে বাতিল SSC ২০১৬র গোটা প্যানেল! কর্মহীন প্রায় ২৬ হাজার!