দেশ

Gautam Gambhir: বেআইনিভাবে লাইব্রেরি তৈরির অভিযোগে গম্ভীরকে আদালতের সমন!

Gautam Gambhir: বেআইনিভাবে লাইব্রেরি তৈরির অভিযোগে গম্ভীরকে আদালতের সমন!
Key Highlights

সরকারি জমিতে লাইব্রেরি নির্মাণের অভিযোগে গৌতম গম্ভীরকে তলব করেছে আদালত।

প্রাক্তন ক্রিকেটার তথা বিপাকে দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীরকে বেআইনিভাবে সরকারি জমিতে লাইব্রেরি তৈরির অভিযোগে সমন পাঠাল দিল্লির এক আদালত। আগামী ১৩ই ডিসেম্বর তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।দিল্লির কারকারডুমার কাছে গম্ভীর যে লাইব্রেরিটি তৈরি করেছেন, সেটি দিল্লি পুরনিগমের জমিতে তৈরি করা হয়েছে। সেই জমিটিতে সরকারি ডাম্পিং গ্রাউন্ড তৈরি হওয়ার কথা ছিল।

কিন্তু পুরনিগমের (Delhi MCD) উপর প্রভাব খাটিয়ে গম্ভীর এই জমি হাতিয়েছেন। আদালতে গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে, তিনি দিল্লি পুরনিগমের এক শীর্ষ আধিকারিকের উপর প্রভাব খাটিয়ে ডাম্পিং গ্রাউন্ডের ওই জমিটি দখল করেছেন। এবং সেটি জবরদখল করে লাইব্রেরি বানিয়ে ফেলেছেন। গম্ভীরের বিরুদ্ধে যে জমিটি বেদখল করার অভিযোগ উঠেছে, সেটি ৩০০ একরের।

গম্ভীর যাতে সেই জমি কোনওভাবে আর ব্যবহার করতে না পারেন সেই দাবিতে আদালতের দ্বারস্থ হন মামলাকারীরা। তাঁদের দাবি ছিল, গম্ভীর যেভাবে এই জমি দখল করেছেন, সেটিকে ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা হোক। বুধবার শুনানির পর গম্ভীরকে জানিয়েছেন দিল্লির এক দায়রা আদালতের বিচারক হিমাংশু রমণ সিং। আগামী ১৩ই ডিসেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দেন গম্ভীর। ২০১৯ সালে বিজেপির (BJP) টিকিটে পূর্ব দিল্লি থেকে জিতে লোকসভার সাংসদ হন। তারপর থেকেই দিল্লি বিজেপির অন্যতম মুখ হয়ে উঠেছেন গম্ভীর।