আন্তর্জাতিক

India-Bangladesh । জলপথে আরও মজবুত হলো ভারত-বাংলাদেশের সম্পর্ক! বাংলাদেশের জন্য ৮০০ টনের টাগ বোট তৈরী করবে GRSE!

India-Bangladesh । জলপথে আরও মজবুত হলো ভারত-বাংলাদেশের সম্পর্ক! বাংলাদেশের জন্য ৮০০ টনের টাগ বোট তৈরী করবে GRSE!
Key Highlights

বাংলাদেশের সেনার জন্য গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স তৈরি করবে ৮০০ টনের একটি টাগ বোট।

বাংলাদেশের সেনার জন্য গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স তৈরি করবে ৮০০ টনের একটি টাগ বোট। নৌপথে এবং সামুদ্রিক সম্পর্ক আরও মজবুত করতে ভারতের নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি বাংলাদেশে গিয়ে একটি চুক্তি সাক্ষর করেছেন। এই চুক্তি করা হয়েছে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের লাইন অফ ক্রেডিটে। চুক্তি অনুসারে প্রায় ২১মিলিয়ন ডলার মূল্যের জাহাজটি ২৪ মাসের মধ্যে বাংলাদেশে সরবরাহ করা হবে। জাহাজটি প্রায় ৬১মিটার দীর্ঘ এবং ১৫.৮০মিটার চওড়া হবে।