দিল্লি থেকে গ্রেপ্তার কুখ্যাত গ্যাংস্টার সুখ বিকরিওয়াল। আইএসআইয়ের চর হয়ে ঘটায় একের পর এক অপরাধ।
Thursday, December 31 2020, 10:12 am
 Key Highlights
Key Highlightsবৃহস্পতিবার দুবাই থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরেই গ্রেপ্তার করা হল কুখ্যাত গ্যাংস্টার সুখ বিকরিওয়ালকে। কমলজিৎ সিং ও সুখমীত পাল সিং নামেও নিজের পরিচয় দিতে দেখা দিয়েছে তাকে। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের চর এই দুঁদে অপরাধীর নাম জড়িয়ে রয়েছে বহু অপরাধের সঙ্গে। যার মধ্যে অন্যতম ‘শৌর্য চক্র’ বিজয়ী পুলিশ অফিসার বলবিন্দর সিং সান্ধুর হত্যা। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের চর এই দুঁদে অপরাধীর নাম জড়িয়ে রয়েছে বহু অপরাধের সঙ্গে। তার গ্রেপ্তারি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ।
-  Related topics - 
- দেশ
- গ্যাংস্টার
- দিল্লী
- আইএসআই
- গ্রেফতার

 
 