Gangasagar | গঙ্গাসাগর মেলার নিরাপত্তার জন্য সাহায্য করবে ISRO! থাকবে ১৫ হাজার পুলিশ সহ একাধিক নিরাপত্তা ব্যবস্থা

Wednesday, December 18 2024, 9:15 am
Gangasagar | গঙ্গাসাগর মেলার নিরাপত্তার জন্য সাহায্য করবে ISRO! থাকবে ১৫ হাজার পুলিশ সহ একাধিক নিরাপত্তা ব্যবস্থা
highlightKey Highlights

মেলায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ISROর সাহায্যে স্যাটেলাইট ও জিপিএস ট্র্যাকিং এর ব্যবস্থা করা হচ্ছে।


আগামী বছরের জানুয়ারি মাসের ৮ তারিখ থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা। প্রতি বছরের মতো এবছরের গঙ্গাসাগর মেলাতেও ভিড় করবেন দেশ বিদেশ থেকে আসা অসংখ্য মানুষ। ফলে মেলায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ISROর সাহায্যে স্যাটেলাইট ও জিপিএস ট্র্যাকিং এর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আইবিকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতার নির্দেশের পর এবারের মেলায় সব মিলিয়ে প্রায় ১৫ হাজার পুলিশ কর্মী মোতায়েনের পাশাপাশি থাকবে বোম ডিসপোসাল স্কোয়্যাড, নদীপথে স্পিডবোট, সিসিটিভি ও ড্রোন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File