Vijay Mallya | 'বকেয়া ঋণের দ্বিগুণের বেশি অর্থ উসুল '! সমস্ত অভিযোগ থেকে মুক্তির দাবি পলাতক শিল্পপতি বিজয় মালিয়ার

Friday, December 20 2024, 6:26 pm
Vijay Mallya | 'বকেয়া ঋণের দ্বিগুণের বেশি অর্থ উসুল '! সমস্ত অভিযোগ থেকে মুক্তির দাবি পলাতক শিল্পপতি বিজয় মালিয়ার
highlightKey Highlights

সব অভিযোগ থেকে মুক্তির দাবি জানিয়ে মালিয়া লেখেন, ‘কেয়ার থেকে ৮,০০০ কোটি টাকা বেশি নেওয়া হয়েছে।’


কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, পলাতক শিল্পপতি বিজয় মালিয়ার থেকে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি বিক্রি করে ১৪,১৩০ কোটি টাকার বেশি উদ্ধার করা হয়েছে। এরপরই Xএ পোস্ট করে বিজয় বলেন, বকেয়া ঋণের দ্বিগুণের বেশি অর্থ বিভিন্ন ব্যাঙ্ক তাঁর থেকে উসুল করে নিয়েছে। সব অভিযোগ থেকে মুক্তির দাবি জানিয়ে মালিয়া লেখেন, ‘ডেট রিকভারি ট্রাইব্যুনাল এক রায়ে জানিয়েছিল কিংফিশার এয়ারলাইন্সের মোট ঋণ ছিল ৬,২০৩ কোটি টাকা, যার মধ্যে ১,২০০ কোটি টাকা সুদ। রায় অনুযায়ী বকেয়ার থেকে ৮,০০০ কোটি টাকা বেশি নেওয়া হয়েছে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File