FSSAI । দেশের ১১১টি সংস্থার মশলা উৎপাদনের লাইসেন্স বাতিল করল কেন্দ্রীয় খাদ্য গুণমান যাচাই বিভাগ!
Thursday, July 4 2024, 12:17 pm
Key Highlights
দেশের মোট ১১১টি সংস্থার মশলা উৎপাদনের লাইসেন্স বাতিল করল কেন্দ্রীয় খাদ্য গুণমান যাচাই বিভাগ ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)।
নমুনা পরীক্ষার পর দেশের মোট ১১১টি সংস্থার মশলা উৎপাদনের লাইসেন্স বাতিল করল কেন্দ্রীয় খাদ্য গুণমান যাচাই বিভাগ ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। ভবিষ্যতে আরও বেশি সংস্থার উপরে নিষেধাজ্ঞা জারি করার আশঙ্কা রয়েছে। চলতি বছর সিঙ্গাপুর এবং হংকং বিপজ্জনক মাত্রায় ক্ষতিকারক রাসায়নিক মেশানোর অভিযোগে ভারতের দুই জনপ্রিয় মশলা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে।ভারতের মশলা নিষিদ্ধ করে নেপালও। এর পর FSSA ২২০০টি নমুনা পরীক্ষা করে। এর মধ্যে ১১১টি মশলায় গুণমানে গোলমাল ধরা পড়েছে।
- Related topics -
- লাইফস্টাইল
- খাদ্যগুণ
- খাদ্য
- খাদ্যের গুনাগুন
- মশলা ব্যবসায়ী
- স্বাস্থ্য