Mukesh Ambani BGBS | শাড়ি থেকে খাবার, AI ডেটা সেন্টার থেকে হস্তশিল্প, বাংলায় একগুচ্ছ প্রজেক্টের ঘোষণা রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির

চলতি দশকের মধ্যে বাংলায় বিনিয়োগ দ্বিগুণ করার প্রতিশ্রুতি রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির। বিশ্ব বাণিজ্য সম্মেলনের অষ্টম বছরে এসে বাংলায় বিনিয়োগের একাধিক ঘোষণা করলেন রিলায়েন্স কর্তা।
বিশ্ব বাণিজ্য সম্মেলনের অষ্টম বছরে বাংলায় বিভিন্ন ক্ষেত্রে একগুচ্ছ বিনিয়োগের ঘোষণা রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির। লন্ডন, নিউইয়র্ক, প্যারিসে ‘স্বদেশ’ স্টোর খুলতে চলেছে রিলায়েন্স। সেখানে বাংলা থেকে রপ্তানি করা জামদানি, বালুচরি, তাঁত, মসলিন, বিষ্ণুপুরী সিল্ক, তসর সিল্ক, বিষ্ণুপুরী সিল্ক, মুর্শিদাবাদ সিল্ক ইত্যাদি এবং জুট ও খাদির পণ্য বিক্রি হবে। থাকবে বাংলার খাদ্যপণ্যের স্টোরও। কলকাতায় JIOর AI ডেটা সেন্টার এবং দিঘায় বাংলার প্রথম কেবল ল্যান্ডিং স্টেশন তৈরির কথাও ঘোষণা করলেন রিলায়েন্স কর্তা।