Met Gala | 'কিং' বেশে শাহরুখ থেকে শুরু করে অন্তঃসত্ত্বা কিয়ারা, রাজকীয় দিলজিৎ! মেট গালায় নজর কাড়লেন ভারতীয় তারকারা!
Tuesday, May 6 2025, 12:06 pm

নিউ ইয়র্কে আয়োজিত মেট গালা ২০২৫ অনুষ্ঠানে নজর কাড়লেন ভারতীয় তারকারা!
মেট গালা ২০২৫ অনুষ্ঠানে গোটা বিশ্বকে তাঁক লাগিয়ে দিলেন ভারতের সেলিব্রিটিরা। এই প্রথম মেট গালা অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন 'কিং' শাহরুখ খান। কালো পোশাক, হাতে লাঠি, গলায় K লকেট, হাতে বহুমূল্যবান ঘড়ি। সব মিলিয়ে শাহরুখের দিক থেকে যেন চোখ সরছিল না কারও। নজর কেড়েছেন কিয়ারা আডবানিও। অভিনেত্রীর কালো সোনালী রঙের পোশাকের আড়াল থেকে স্পষ্ট হয়েছিল বেবি বাম্প। সাদা রঙের শেরওয়ানি, মাথায় পাগড়ি, গলায় বহু মূল্যবান বেশ কয়েকটি হার, সব মিলিয়ে মেট গলার রেড কার্পেটে পঞ্জাবের ঐতিহ্যকে তুলে ধরলেন দিলজিৎ দোসাঁঝ।