Piyush Pandey | ক্যাডবেরিকে বানিয়েছিলেন ‘কুছ খাস'! প্রয়াত বিজ্ঞাপন দুনিয়ার মাস্টারমাইন্ড পীযূষ পাণ্ডে
Friday, October 24 2025, 2:40 pm
Key Highlightsপাশাপাশি ২০১৪ সালে নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারের স্লোগান ‘অব কি বার, মোদি সরকার’ও তাঁরই সৃষ্টি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি।
ভারতীয় বিজ্ঞাপন জগতে এক যুগের অবসান। প্রয়াত হলেন কিংবদন্তী বিজ্ঞাপন নির্মাতা পীযুষ পাণ্ডে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। ক্যাডবেরি: 'কুছ খাস হ্যায়', ফেভিকুইক ও ফেভিকল: 'তোড়ো নেহি জোড়ো', 'ফেভিকল সোফা', এশিয়ান পেন্টস: 'হর ঘর কুছ কেহতা হ্যায়', এয়ারটেল: 'হর এক ফ্রেন্ড জরুরি হোতা হ্যায়' ইত্যাদি বিখ্যাত বিজ্ঞানের জনক তিনি। 'আপকি বার মোদি সরকার'ও ছিল তাঁর ক্রিয়েটিভ আইডিয়া। ১৯৮২ সালে বিজ্ঞাপন দুনিয়ায় পা রাখেন পীযূষ। তাঁর আগে ক্রিকেট থেকে টি টেস্টিং বিভিন্ন বিভাগে কাজ করেছেন তিনি।

