Lionel Messi | কেরলে ম্যাচ খেলবেননা মেসি, সরাসরি আসবেন কলকাতাতেই! জানালেন আয়োজকরা

কেরলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে প্রীতি ম্যাচ লিওনেল মেসির আর্জেন্টিনার খেলার কথা ছিল, সেটা স্থগিত হয়ে গেল।
ভারতে আসছেন লিওনেল মেসি। আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ফিফা আন্তর্জাতিক উইনডোতে কেরলে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল মেসির আর্জেন্টিনার। এই ম্যাচে মেসির সঙ্গে খেলতো আর্জেন্টিনা দলের তারকা ফুটবলাররাও। শনিবার কেরলের ওই ম্যাচের আয়োজকরা সরকারিভাবে জানিয়ে দিয়েছেন, ওই ম্যাচের অনুমতি পাওয়া যায়নি। ফলে ম্যাচ আয়োজিত হচ্ছে না। যার অর্থ কেরলের আগেই ১২ ডিসেম্বর জার্সি নম্বর ১০ পা রাখবেন কলকাতায়। ১৩ ডিসেম্বর মেসির সম্মানে কলকাতার যুবভারতীতে গোট কনসার্ট আয়োজিত হবে।
