Ballon d’Or’ | দ্বিতীয় ফরাসি হিসাবে ব্যালন ডি’অর শিরোপা জিতে আপ্লুত দেম্বেলে

Tuesday, September 23 2025, 4:11 pm
highlightKey Highlights

স্পেনের তরুণ তুর্কি লামিনে ইয়ামালকে পিছনে ফেলে সেরার শিরোপা উঠল পিএসজি তারকার মাথায়।


ইয়ামাল, ভিতিহনহাওকে টপকে বর্ষসেরা ফুটবলারের শিরোপা ব্যালন ডি’অর জিতলেন ২৮ বছর বয়সি ফ্রান্স তারকা উসমান দেম্বেলে। পুরস্কার পেয়ে চোখের জল মুছতে মুছতে আপ্লুত দেম্বেলে বললেন, “আমি কাঁদতে চাইনি। কিন্তু যখনই পরিবারের কথা বলতে গিয়েছি, যারা আমার পাশে থেকেছে তাদের কথা ভেবেছি, তখন আর চোখের জল আটকাতে পারিনি। আমি কোনওদিন এই ট্রফি জেতার জন্য আলাদা করে চেষ্টা করিনি। তবে এই ট্রফি পেয়ে আমি খুবই খুশি।” সোমবার পিএসজি তারকা বলেন, “বেঞ্জেমা প্রথমবার মানুষের ব্যালন ডি’অর জিতেছিল। আমি দ্বিতীয়বার জিতলাম।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File