নিউ টাউনের গুলি-কাণ্ডে অভিযুক্ত চার পঞ্জাবি যুবকের কোনও যোগসূত্র না পাওয়ায় তাঁদের মুক্তি দেওয়া হলো
Thursday, December 21 2023, 2:33 pm

নিউ টাউন-কাণ্ডের জেরে গত সোমবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাশীপুর থানার চিনাপুকুর ও বসিরহাটের মাটিয়া এলাকা থেকে চামকউর সিংহ ওরফে দাউদ, আমনদীপ সিংহ, রেশমজিৎ সিংহ ও জ্যাক সিংহ শর্মা নামে চার জনকে আটক করে পুলিশ। এসটিএফ ও বারুইপুর জেলা পুলিশের অফিসাররা তাঁদের ভাঙড় থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন।দীর্ঘক্ষণ জেরা করার পরও ওই ঘটনার সঙ্গে চার জনেরই কোনো যোগ পাওয়া যায়নি তাই জেরার পরই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। অবশ্য তদন্তকারীরা তাঁদের মোবাইলের কল-তালিকা খতিয়ে দেখছেন।
- Related topics -
- নিউটাউন
- কলকাতা পুলিশ
- শহর কলকাতা
- রাজ্য