ক্রাইম

সিআইএসএফ-কয়লা পাচারকারী সংঘর্ষে মৃত ৪! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২ জন

সিআইএসএফ-কয়লা পাচারকারী সংঘর্ষে মৃত ৪! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২ জন
Key Highlights

সিআইএসএফ এবং কয়লা পাচারকারীর সংঘর্ষের জেরে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ডেনিডিহ এলাকায়।

ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ২০০ কিমি দূরে, জেলার বাহমারা থানা এলাকার ডেনিডিহ এলাকায় ঘটনাটি ঘটে রবিবার বেলা বারোটার কিছু পরে। ধানবাদের গ্রামীণ এসপি রেশমা রমেসান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ডিউটিতে থাকা সিআইএসএফ কর্মীরা কয়লা চোরদের থামানোর চেষ্টা করেন। সেই সময় কয়লা চোররা সিআইএসএফ-এর জওয়ানদের লক্ষ্য করে পাথ বৃষ্টি করে। পরিস্থিতি নিয়্ন্ত্রণে আনতে সিআইএসএফ গুলি চালায় বলে দাবি করেছেন তিনি। ধানবাদের এসপি আরও জানিয়েছেন, গুলিতে চারজনের মৃত্যু হয়েছে আর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

খনি এলাকায় বহু মানুষ বস্তা করে কয়লা চুরি করে থাকেন। এটা যেমন সরকারি কয়লা খনিতে হয়, ঠিক তেমনই পরিত্যক্ত কয়লা খনি থেকেও কয়লা চুরির ঘটনা ঘটে। খনি এলাকার আশপাশের মানুষজন এই কাজে যুক্ত থাকেন। এটা যেমন ঝাড়খণ্ডে দেখা যায়, তা পশ্চিমবঙ্গের খনি এলাকাতেও দেখা যায়।

এদিন গুলিতে মৃত্যুর পরে কয়লা চোরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, পরিবারের কোনও আয় না থাকায় বাধ্য হয়ে কয়লা চুরিতে যুক্ত হয়েছিলেন পরিবারের সদস্যরা। এই ঘটনায় আরও তদন্ত চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।