Byjus | দেউলিয়া Byju'sর ক্ষমতা ফিরে পেতে ঋণ নিয়ে সফটওয়্যার সংস্থা কেনার চেষ্টা করেন রবীন্দ্রণ? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

Friday, November 22 2024, 10:23 am
Byjus | দেউলিয়া Byju'sর ক্ষমতা ফিরে পেতে ঋণ নিয়ে সফটওয়্যার সংস্থা কেনার চেষ্টা করেন রবীন্দ্রণ? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
highlightKey Highlights

রবীন্দ্রণের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি মার্কিনিদের কাছ থেকে ঋণ নেওয়া অর্থ ব্যবহার করে গোপনে একটি সফটওয়্যার সংস্থা কেনার চেষ্টা করেন।


ঋণ নেওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছেন কোচিং সংস্থা বাইজুসের প্রতিষ্ঠাতা রবীন্দ্রণ। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি মার্কিনিদের কাছ থেকে ঋণ নেওয়া অর্থ ব্যবহার করে গোপনে একটি সফটওয়্যার সংস্থা কেনার চেষ্টা করেন। যা একটি মার্কিন ট্রাস্টি অধিগ্রহণ করে নিয়েছিল। রবীন্দ্রণের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনেছে ব্লুমবার্গের একটি প্রতিবেদন। সেখানে দাবি করা হয়, দেউলিয়া হয়ে যাওয়া স্টার্টআপ সংস্থা বাইজুসের নিয়ন্ত্রণ ফের একবার নিজের হাতে ফিরে পেতেই এই অপচেষ্টা করেন রবীন্দ্রণ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File