Sanjay Bangar Son | ১০ মাসে আরিয়ান থেকে অন্যা, 'রূপান্তরিত' হয়েই ICCর বিরুদ্ধে ক্ষোভ প্রাক্তন ওপেনার সঞ্জয় বাঙ্গারের সন্তানের
Monday, November 11 2024, 10:14 am
Key Highlightsভারতের প্রাক্তন ওপেনার সঞ্জয় বাঙ্গারের ছেলে আরিয়ান লিঙ্গ রূপান্তর করে হলেন অন্যা।
ভারতের প্রাক্তন ওপেনার সঞ্জয় বাঙ্গারের ছেলে আরিয়ান লিঙ্গ রূপান্তর করে হলেন অন্যা। আর এরপর থেকে শোরগোল মহলে। কারণ আরিয়ান তাঁর বাবার মতো ইসলাম জিমখানা ক্লাবের হয়ে খেলেছেন। তাঁর একাধিক ইন্সটা পোস্টে রয়েছে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির ছবিও। কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী, ট্রান্সজেন্ডারদের মেয়েদের ক্রিকেটে নামার অনুমতি নেই। ফলে বেশ হতাশ অন্যা। তিনি ইন্সটাতে লিখেছেন, ‘ট্রান্স উওমেনদের জন্য ক্রিকেটে সঠিক নিয়ম নেই। মনে হচ্ছে, নিয়মই যেন আমাকে ক্রিকেট থেকে বাতিল করে দিয়েছে।’
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- ভাইরাল
- রূপান্তরকামী
- ক্রিকেটার

