Chanda Kochhar | ভিডিয়োকন ঋণকাণ্ডে দোষী সাব্যস্ত ICICI ব্যাঙ্কের প্রাক্তন এমডি এবং সিইও চন্দা কোচর!
Tuesday, July 22 2025, 8:32 am

ভিডিয়োকন ঋণকাণ্ডে ICICI ব্যাঙ্কের প্রাক্তন MD এবং CEO চন্দা কোচরকে দোষী সাব্যস্ত করলো আপিল ট্রাইব্যুনাল।
ভিডিয়োকন ঋণকাণ্ডে ICICI ব্যাঙ্কের প্রাক্তন MD এবং CEO চন্দা কোচরকে দোষী সাব্যস্ত করলো আপিল ট্রাইব্যুনাল। পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সম্পত্তি বাজেয়াপ্তির সিদ্ধান্তকেও বৈধ বলে ঘোষণা করা হয়েছে। যার ফলে চন্দা কোচরের একাধিক মূল্যবান সম্পত্তি আইনি ভাবে বাজেয়াপ্ত করতে পারবে ED। তার বিরুদ্ধে অভিযোগ, ICICI ব্যাঙ্কের MD ও CEO থাকাকালীন নিজে নেতৃত্ব দিয়ে ভিডিয়োকন গ্রুপের সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে একাধিক ঋণ মঞ্জুর করেছিলেন তিনি। যার মধ্যে ৩০০ কোটি টাকার একটি ঋণের বিনিময়ে ৬৪ কোটি টাকার অবৈধ লেনদেন ঘটেছে।
- Related topics -
- দেশ
- ভারত
- আর্থিক প্রতারণা
- প্রতারণা
- ব্যাঙ্ক
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
- ব্যবসা বাণিজ্য
- বাণিজ্য