R G Kar Case | আরজি কর কাণ্ডে স্বস্তি প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলের! ক্লিনচিট দিল কলকাতা হাই কোর্ট!

আর জি কর ধর্ষণ ও খুন কাণ্ডে নির্যাতিতার নাম প্রকাশ্যে বলে দেওয়ায় অবমাননার মামলা দায়ের হয় পশ্চিমবঙ্গের প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলের বিরুদ্ধে।
আর জি কর ধর্ষণ ও খুন কাণ্ডে নির্যাতিতার নাম প্রকাশ্যে বলে দেওয়ায় অবমাননার মামলা দায়ের হয় পশ্চিমবঙ্গের প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলের বিরুদ্ধে। এবার সেই মামলাতে বিনীত গোয়েলকে ক্লিনচিট দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতির বক্তব্য উত্তেজনার বশে নির্যাতিতার নাম বলেছেন বিনীত গোয়েল।এদিকে নিজের ভুল স্বীকার করে হাইকোর্টকে চিঠি লিখেছেন প্রাক্তন নগরপালও। উল্লেখ্য, বুধবারই শিয়ালদহ আদালতে ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে সিবিআই দাবি করে, প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।