S Jaishankar | "এমন প্রতিবেশী রয়েছে যারা বৈশ্বিক সন্ত্রাসবাদের মূলকেন্দ্র"- নাম না করে পাকিস্তানকে খোঁচা এস জয়শঙ্করের
Sunday, September 28 2025, 5:27 am

সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে আক্রমণ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভারতকে অত্যাচারী বলে অভিহিত করেছিল পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এবার সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে আক্রমণ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পহেলগাঁও জঙ্গি হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, "স্বাধীনতার পর থেকে ভারতকে এই প্রতিবন্ধকতার সঙ্গে লড়তে হচ্ছে, এমন প্রতিবেশী রয়েছে যারা বৈশ্বিক সন্ত্রাসবাদের মূলকেন্দ্র। বহু দশক ধরেই সমস্ত বড় বড় সন্ত্রাসবাদী হামলা একটি দেশ থেকেই হয়েছে। এর সাম্প্রতিক উদাহরণ হল চলতি বছরের এপ্রিল মাসে পহেলগাঁওতে নির্দোষ পর্যটকদের নৃশংসভাবে হত্যা।"