Heatwave | আগামী দু'মাস প্রায় গোটা দেশে বইবে গরমের হলকা হাওয়া! ইতিহাসের উষ্ণতম বছর হতে পারে ২০২৫!

Friday, March 28 2025, 8:27 am
highlightKey Highlights

মৌসম ভবন জানিয়েছে, এপ্রিল ও মে মাসে ২০২৪ সালের মতোই গরমের হলকা হাওয়া বইবে।


আগামী দুমাস ভারতের বিস্তীর্ণ এলাকার সমতলে জারি তাপপ্রবাহ। আবহাওবিদরা ইতিমধ্যে সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রকের কাছে এই নিয়ে সতর্কবার্তা পাঠিয়ে দিয়েছেন। মৌসম ভবন জানিয়েছে, এপ্রিল ও মে মাসে ২০২৪ সালের মতোই গরমের হলকা হাওয়া বইবে। উত্তর পূর্ব ভারত, কাশ্মীরের পার্বত্য অঞ্চল, দেশের দক্ষিণতম প্রান্তের কিছু এলাকা বাদ দিয়ে বাকি গোটা দেশেরই গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা উপরে থাকবে। এমনকি আবহাওয়াবিদরা জানিয়েছেন, ইতিহাসের উষ্ণতম তিনটি বছরের অন্যতম হতে পারে ২০২৫ সাল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File