Treatment of Down syndrome | ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে মিলবে ডাউন সিনড্রোমের চিকিৎসা

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

প্রথমবার গোটা দেশের মধ্যে ডাউন সিনড্রোমের চিকিৎসা পাওয়া যাবে বাংলার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে।


ডাউন সিন্ড্রোম আক্রান্তদের দেখভালের জন‌্য কলকাতায় বেশ কয়েকটি সংস্থা কাজ করছে। ডাউন সিনড্রোম (Down syndrome) আক্রান্তদের চিকিৎসা কেন্দ্র চালু হচ্ছে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে। আগামী ২২শে ডিসেম্বর, ২০২২ (বৃহস্পতিবার) থেকে  এই পরিষেবা শুরু হতে চলেছে। স্বাস্থ্য দপ্তরের অভিমত অনুযায়ী, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, দেশের মধ্যে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালেই প্রথম সরকারি উদ্যোগকে ডাউন সিনড্রোম আক্রান্ত শিশুদের আউটডোর ও ইন্ডোর ক্লিনিক চালু হতে চলেছে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে বাচ্চাদের জন্য বরাদ্দ হয়েছে ৫৫টি বেড, আইসিইউ (ICU) ৪টি এবং এইচডিইউ (HDU)৮টি। নিয়মানুযায়ী, যদি কোনও রোগীকে ভর্তি করতে হয়, তবে পেডিয়াট্রিক তাকে বিভাগেই ভরতি করা হবে।

Trending Updates

এটা একটা যৌথ উদ্যোগের ফসল। মূলত গ্রামের ডাউন সিন্ড্রোম আক্রান্ত বাচ্চাদের ক্লিনিক‌্যাল ম‌্যানেজমেন্ট অত‌্যন্ত দরকার। গরিব পরিবারের দিনের খাবার জোগাড় করতেই দিন চলে যায়। বাচ্চাদের চিকিৎসা করবে কী করে? এমন একটা অবস্থায় কিছুটা চিকিৎসার সুযোগ করে দিতেই এই আউটডোর খোলা হচ্ছে।

ডা. সুমন্ত্র সরকার (ডায়মন্ড হারবার মেডিক‌্যাল কলেজের শিশুরোগ বিভাগের প্রধান অধ‌্যাপক)

ডাউন সিনড্রোম কি | What is Down syndrome ( CDC )

ডাউন সিনড্রোম এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তির শরীরে অতিরিক্ত ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম হল শরীরে জিনের ছোট "প্যাকেজ"। তারা নির্ধারণ করে যে গর্ভাবস্থায় এবং জন্মের পরে শিশুর শরীর কীভাবে গঠন হবে এবং তা কিভাবে কাজ করবে। সাধারণত, একটি শিশু ৪৬টি ক্রোমোজোম নিয়ে জন্মগ্রহণ করে।

What exactly is Down syndrome
What exactly is Down syndrome

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাউন সিনড্রোম নির্ণয় করা সবচেয়ে সাধারণ ক্রোমোসোমাল অবস্থা। প্রতি বছর, আমেরিকায় জন্মগ্রহণকারী প্রায় ৬ হাজার শিশুর ডাউন সিনড্রোম থাকে। অর্থাৎ, যে ডাউন সিনড্রোম প্রতি ৭০০ শিশুর মধ্যে প্রায় ১ জনের মধ্যে দেখা যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File